বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৩৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে হঠাৎ কেন অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন? ক্রিকেট পণ্ডিত থেকে ভক্ত, সবার মনেই এই প্রশ্ন উঠছে। ব্রিসবেন টেস্ট ড্রয়ের পর রোহিত শর্মার পাশে বসে নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন তারকা স্পিনার। ঘোষণার পর সাংবাদিকদের কোনও প্রশ্ন করতে দেননি অশ্বিন। সটান উঠে চলে যান। রোহিত জানান, অশ্বিনের আচমকা অবসরে তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। তাঁকে দেশের অন্যতম সেরা ম্যাচ উইনার বলে সম্বোধন করেন ভারত অধিনায়ক।
রোহিত বলেন, 'অ্যাশ নিজের সিদ্ধান্ত নিয়ে খুবই নিশ্চিত ছিল। পারথে আসার পরই আমি এটা প্রথম শুনেছিলাম। টেস্টের প্রথম তিন-চারদিন আমি দলের সঙ্গে ছিলাম না। তবে এটা তখন থেকেই ওর মাথায় ঘুরছিল। নিশ্চয়ই এর পেছনে অনেক কারণ আছে। অ্যাশ এর উত্তর দিতে পারবে। ও বুঝতে পারে দল কী ভাবছে। আমরা কী ধরণের কম্বিনেশন চাইছি। এখানে আসার পরও আমরা জানতাম না কোন স্পিনার খেলবে। আমরা পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। আমি পারথে আসার পর ওর সঙ্গে আমার এই নিয়ে আলোচনা হয়েছিল। অ্যাডিলেডে গোলাপী বলের টেস্টের আগে কোনও সিদ্ধান্ত না নেওয়ার জন্য ওকে মানাতে পেরেছিলাম।'
অবসর ঘোষণা ছাড়া এই প্রসঙ্গে অশ্বিন সরাসরি কিছু না বললেও, সাংবাদিক সম্মেলনে সতীর্থের মনোভাবের কথা জানালেন ভারত অধিনায়ক। রোহিত বলেন, 'আমার মনে হয়, ও হয়তো ভেবেছে, আমাকে যদি সিরিজে আর প্রয়োজন না নয়, আমার সরে যাওয়াই ভাল। সেটা ভেবেই খেলাকে গুডবাই জানিয়ে দিল। তবে আমরা এখনও মেলবোর্নে যাইনি। তাই ওখানকার পরিবেশ এবং পরিস্থিতি আমরা জানি না। তবে অ্যাশকে যোগ্য সম্মান জানিয়ে বলতে চাই, যদি ও এটাই ভেবে নিয়ে থাকে, তাহলে সেটাকে আমাদের সমর্থন করা উচিত এবং ওর সিদ্ধান্তের পাশে থাকা উচিত। ও আমাদের একজন বড় ম্যাচ উইনার। তাই ওর এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সেটা যদি এখনই হওয়ার থাকে, হোক। ও মজার চরিত্র। সাংবাদিক সম্মেলনে যা সবাই দেখেছে।'
রোহিতের এই মন্তব্যই বলে দিচ্ছে, অভিমানে তড়িঘড়ি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন। তার আগে রোহিতের সঙ্গে এই বিষয়ে আলাদা কথোপকথন হয়েছে কিনা, সেটা বোঝা যাচ্ছে না। সাদা বলের ক্রিকেটে ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ভারতীয় স্পিনার। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন। অশ্বিনকে নিয়ে একটি মজার গল্প শোনান ভারতের নেতা। রোহিত জানান, অনূর্ধ্ব-১৭ থেকে দু'জন একসঙ্গে খেলছেন। তখন অশ্বিন ওপেনিং ব্যাটার ছিল। তারপর কয়েক বছর দু'জনের যোগাযোগ ছিল না। হঠাৎ একদিন শোনেন, তামিলনাড়ুর আর অশ্বিন নিয়মিত পাঁচ, সাতটা করে উইকেট নিচ্ছেন। রোহিত প্রথমে বুঝতে পারেননি, তিনি সেই অশ্বিন, যাকে একসময় ওপেনার হিসেবে খেলতে দেখেছেন। তারপর আন্তর্জাতিক ক্রিকেটে আবার দু'জনের সাক্ষাৎ। বাকিটা ইতিহাস।
#Rohit Sharma#Ravichandran Ashwin#Retirement#India vs Australia#Border-Gavaskar Trophy
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বস নন, প্রফেসরও নন, আপনি মিস্টার অস্কার ব্রুজোঁ, আপনি থাকছেন স্যর...
কবে অস্ট্রেলিয়া যাবেন সামি? কী অবস্থা তাঁর চোটের? হতাশ রোহিত বল ঠেললেন এনসিএ-র কোর্টে ...
সন্তোষে বাংলার জয়ের হ্যাটট্রিক, রাজস্থানকে হারালেন নরহরি শ্রেষ্ঠরা ...
জুতো বাঁচাতে মাথা দিয়ে পেনাল্টি, অশ্বিনের এই গল্প কি জানা আছে? ...
'আমি দেশে ফিরে যাচ্ছি...কিন্তু দরকার হলেই আমাকে ফোন করো', বিদায়বেলায় আবেগপ্রবণ অশ্বিন ...
ইডেনে নিজের নামে স্ট্যান্ডে আপ্লুত ঝুলন, অজানা কাহিনি শোনালেন সৌরভ...
বিষ্ণুর ভূয়সী প্রশংসা, অস্কারের কোন ভোকাল টনিকে ম্যাচে ফিরল ইস্টবেঙ্গল? ...
অস্কারের মাস্টারস্ট্রোকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, দু'গোলে পিছিয়ে চার গোলে জয় ইস্টবেঙ্গলের ...
আবার বাদ, বিজয় হাজারেতে মুম্বই দল থেকে ছাঁটাই পৃথ্বী শ...
ফলো অন ধরেই নিয়েছিলেন, আবার ব্যাট করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন রাহুল...
তিন ফরম্যাটেই এবার ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ নিযুক্ত হলেন দু'বারের বিশ্বকাপজয়ী...
তিন ফরম্যাটেই এবার ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ নিযুক্ত হলেন দু'বারের বিশ্বকাপজয়ী...
নতুন ভূমিকায় মহমেডানে ফিরলেন মেহরাজ, চাপ বাড়ল চের্নিশভের ওপর...
কন্যাশ্রী কাপের প্রথম ম্যাচে ওয়াকওভার পেল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...
ব্রিসবেন টেস্টের মাঝেই চোট পেয়ে বসলেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার...